ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ধামইরহাটে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ধামইরহাটে ব্যবসায়ী খুন প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জ্বল (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত উজ্জ্বল ধামইরহাট উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উজ্জ্বল বর্তাবাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাকিলা বেগম জানান, রাত ১০টার দিকে তিনি খবর পান যে তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন। নিহত উজ্জ্বলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার পরপরই ধামইরহাট ও পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।