ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

দুই বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলো মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
দুই বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলো মা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় দুই বছরের শিশু খাদিজা খাতুনকে (২) বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে মা আছমা খাতুন (৩০)। এ ঘটনায় স্থানীয়রা আছমা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাটরা গ্রামে আছমা খাতুনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।  

আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।

বাটরা গ্রামের আব্দুল মাজেদ বলেন, ১০ বছর আগে তহিদুর রহমানের সঙ্গে আমার মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে-মেয়ে রয়েছে। বছর খানেক হলো, মেয়েটি মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে জামাই তহিদুর ছেলে-মেয়েসহ মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আছমা রান্নাঘরের বটি দিয়ে ২ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে। তাকে হত্যার পর ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে আমার স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত্ত করে।

কলারোয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।