নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীর গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে প্রতিদিনের মতো হৃত্তিকা বৈরাগী তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে খেলতে যায়। ওইদিন রাত হয়ে গেলেও শিশু হৃত্তিকা বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে হৃত্তিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী তার সঙ্গে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়।
এর পরের দিন ৩০ ডিসেম্বর নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর নামে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।
আরএ