দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের মধ্যপ্রদেশ থেকে প্রথমবারের মতো ১২ টন কচুরমুখী আমদানি করা হয়েছে। দেশের বাজারে এ পণ্যের চাহিদা থাকায় আমদানি কার্যক্রম শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান হিলি স্থলবন্দরের রোশনী ট্রেডার্স।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভারত থেকে একটি মিনি পিকআপভ্যানে করে কচুরমুখী হিলি বন্দরে এসে পৌঁছায়।
রোশনী ট্রেডার্সের প্রতিনিধি রাশেদ হোসেন জানান, এ বছর প্রথমবারের মতো ভারতের মধ্যপ্রদেশ থেকে হিলি স্থলবন্দর দিয়ে কচুরমুখী আমদানি করা হলো। প্রাথমিকভাবে ১২ টন কচুরমুখী এসেছে, যা বন্দরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরও আমদানি করা হবে।
তিনি আরও জানান, আমদানি করা কচুরমুখী ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সব কাগজপত্র আমাদের দপ্তরে জমা দিয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সনদ দেবো। এরপর কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি ছেড়ে দেবে।
এসআরএস