সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ মে) বিকেলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাটুলিয়া এলাকার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও আমিনুর ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নারের সামনে পৌঁছালে কয়েকজন বখাটে ওই পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এসময় স্থানীয়রা তিন বখাটেকে আটক করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন ১৮৬০ এর ৫০৯ ধারায় তিন বখাটেদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, দাখিল পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তিন বখাটেকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস এবং রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরএ