খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে ফৌজদারহাট পোর্ট কানেকটিং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইব্রাহিম খলিলকে বহনকারী চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. ইব্রাহিম খলিল গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মো. ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ, দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া। এক শোকবার্তায় তিনি মরহুম ইব্রাহিম খলিলের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আমরা এক পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালাম।
এডি/এমজেএফ