ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

 শ্রীমঙ্গলে ১৫শ টাকায় বিক্রি গ্রিন টি 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, মে ৮, ২০২৫
 শ্রীমঙ্গলে ১৫শ টাকায় বিক্রি গ্রিন টি 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে গ্রিনলিফ চা বাগানের গ্রিন টি বিক্রি হয়েছে সর্বোচ্চ এক হাজার ৫শ টাকা কেজি দরে এবং তেলিয়াপাড়া চা বাগানের ব্ল্যাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪শ টাকা কেজি।

বুধবার (৭ মে) শহরের খান টাওয়ারের দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের অস্থায়ী নিলাম কেন্দ্রে দিনব্যাপী চা নিলাম চলে।  

নিলামে পাঁচটি ব্রোকার্স হাউজের মোট এক লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা তোলা হয়। এর বাজার দর দুই কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা। নিলামে তোলা অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ।

নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রিনলিফ টি গার্ডেনের গ্রিন টি। প্রতি কেজি চা বিক্রি হয়েছে এক হাজার ৫শ টাকা। এছাড়া তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্ল্যাকটি সর্বোচ্চ ৪শটাকা দরে বিক্রি হয়।

চা বাগান মালিক ও ব্রোকার্সরা জানান, সাম্প্রতিক বৃষ্টির কারণে চায়ের গুণগত মান ভালো হয়েছে। নিলামে দর ও বিক্রি বেড়েছে।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা অফার করা হয়। এর মধ্যে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি বিক্রি হয়েছে। গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রীত ছিল এক লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।

চলতি চা মৌসুমে শ্রীমঙ্গলে মোট ৪৮টি চা নিলাম অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ৮ ডিসেম্বর সিলেট অঞ্চলের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালের ১৪ মে এ নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর এখানে নিয়মিত চা নিলাম হয়ে আসছে।

বিবিবি                          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।