ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

সারাদেশ

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ এ ফোন দিলেন মেয়ে

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ৮, ২০২৫
বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ এ ফোন দিলেন মেয়ে

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বাবাকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা '৯৯৯' ফোন দিয়েছেন মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর বাবার হত্যাকারী মেয়েকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভারের মজিদপুরের কাঠালবাগান এলাকার আব্দুল কাদেরের ভাড়া বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ উদ্ধার করে জান্নাতকে আটক করা হয়। এর আগে ভোর ৪টার দিক বাবাকে হত্যার পর ৯৯৯ এ ফোন করেন শিফা।

নিহতের নাম আব্দুস সাত্তার, তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আটক জান্নাত জাহান শিফা তারই মেয়ে। প্রায় ৫ মাস আগে তারা ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, আজ ভোর ৪টার দিকে ৯৯৯ এ একটি ফোন আসে। জান্নাত জাহান শিফা নামে এক নারী জানান তার বাবাকে তিনি হত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে তাকে গ্রেপ্তারের জন্য বলেন তিনি। তার দেওয়া খবরেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জান্নাতকে আটক করা হয়েছে।

জান্নাত জাহান শিফা জানান, গতকাল রাতে ভাতের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাবার খাওয়ান, বাবা ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ৯৯৯ এ কল করেন শিফা।

পুলিশ জানায়, ২০২২ সালে নাটোর জেলার সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন শিফা। সেই মামলায় জেলখেটে সাভারে মেয়ের সঙ্গে আবার বসবাস শুরু করেন সাত্তার। এ ঘটনার জেরে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। হত্যার এটাই কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, জাতীয় জরুরি সেবা  ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। সাভার মডেল থানায় জান্নাতের বিরুদ্ধে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।