ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বগুড়ায় ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, মে ৮, ২০২৫
বগুড়ায় ৫ হাজার কেজি  নিষিদ্ধ পলিথিন জব্দ বগুড়ায় ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বগুড়া শহরের রাজা বাজার এলাকার রওশন মার্কেটে যৌথ অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের গুদাম থেকে পাঁচ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে প্রতিষ্ঠানগুলো থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

জানা গেছে, রওশন মার্কেটের সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামে এই পাঁচটি প্রতিষ্ঠানের গুদাম থেকে পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

অভিযানে সেনাবাহিনী ও জেলা পুলিশ প্রয়োজনীয় সহায়তায় ছিল।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।