বাগেরহাট: বাগেরহাটে বজ্রপাতে ইকতিয়ার শেখ (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে সদর উপজেলার নোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান ইকতিয়ার শেখ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে জীবিত রয়েছে ধারণা করে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, শুনেছি মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়।
আরএ