ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

টাঙ্গাইলে পোল্ট্রি কর্মচারীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, মে ১৮, ২০২৫
টাঙ্গাইলে পোল্ট্রি কর্মচারীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুরগির খামারের এক কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের বলদকুড়া এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার বা শনিবার রাতের কোনো এক সময় খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে খামারের পেছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।