ফরিদপুরের সদরপুর উপজেলায় থানা হামলা ও সরকারি অস্ত্র লুটসহ একাধিক মামলায় অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের রোববার (১৮ মে) দুপুরে ফরিদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শনিবার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার হয়।
সদরপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ জন থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলার আসামি। এছাড়া ডাকাতি মামলায় দুজন ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুজন আসামি রয়েছেন। এদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা চলমান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য গোপন তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের অধিকাংশই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয়। দক্ষ পরিকল্পনার মাধ্যমে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। অভিযানে ১৫ জন গ্রেপ্তার হন। যাদের মধ্যে থানায় হামলা ও অস্ত্র লুট মামলার আসামিরাও রয়েছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এসআরএস