রাজশাহী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও মূল ঘাতকসহ সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাই মরলো কেন? ইন্টেরিম জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘শহীদ সাম্যের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী।
তিনি বলেন, আমার ভাই সাম্যকে পায়ের রগে আহত করে, চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রগের রাজনীতি কারা এ দেশে করে ছাত্রসমাজ ভালোভাবেই জানে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আমার ভাই সাম্যের যদি বিচার না হয়, তাহলে আজকের এ মশাল মিছিল পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিক্ষেপ করা হবে। এর পরেও যদি ছাত্রদলের আর কোনো নেতার রক্ত ঝরে, তাহলে এ মশাল মিছিল যমুনায় নিক্ষেপ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যকে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব। এ নীরব থাকার সুস্পষ্ট ব্যাখ্যা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ স্যারকে দিতে হবে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।
মশাল মিছিল কর্মসূচিতে ছাত্রদল রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস/আরআইএস