ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আজ থেকে বাজারে আসছে নওগাঁর আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, মে ২২, ২০২৫
আজ থেকে বাজারে আসছে নওগাঁর আম

নওগাঁ: প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমের মৌসুম।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার বাগানে পরিপক্ব গুটি জাতের আম সংগ্রহ শুরু করেছেন আম চাষি ও বাগানিরা।

পরে এসব আম স্থানীয় ও জাতীয় বাজারে সরবরাহ করা হবে।

তবে এই গুটি জাতের আম সুস্বাদু না হওয়ায় সাধারণত তা আচার তৈরিতে বেশি ব্যবহৃত হয়। সুস্বাদু ও জনপ্রিয় জাতের আমের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ মে থেকে পাড়া যাবে গোপালভোগ, ২ জুন থেকে হিমসাগর বা ক্ষীরশাপাত, ৫ জুন থেকে জিআই স্বীকৃত নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা, ১৮ জুন থেকে দেশসেরা সুমিষ্ট আম্রপালি এবং ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাংগো সংগ্রহ শুরু হবে।

সবশেষে ১০ জুলাই থেকে নামানো যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি জাতের আম। নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ বা বাজারজাত করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে কারও বাগানে আগেভাগেই আম পরিপক্ব হলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।

সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আম চাষি ফিরোজ হোসেন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসকের সময়সূচি অনুযায়ী গুটি আম পাড়া শুরু করেছি। প্রথম দিন বেশি পাড়ার ইচ্ছা নেই।  

দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ যেহেতু প্রথম দিন, তাই দাম এখনই বলা কঠিন। তবে এবার আম কম ধরেছে, তাই ভালো দাম পাওয়ার আশা আছে।  

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, অপরিপক্ব আম যেন কেউ বাজারে বিক্রি না করতে পারে, সেজন্যই নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে। সে অনুযায়ী গুটি আম সংগ্রহ শুরু হয়েছে।  

তিনি জানান, এ বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন।  

আম বাণিজ্যের সম্ভাব্য পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।