কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার (২৩ মে) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের হালিম মিয়া (৬০)।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ মে) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি বাজার করতে আসা লোকজনকে চাপা দেয়। এতে আঙ্গুর মিয়া (৪৫) ও হালিম মিয়া (৬০) ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া ট্রাকটি দুটি অটোরিকশাকে চাপা দিলে যাত্রীসহ ১০ জন পথচারী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএইচ