ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

বিলুপ্তপ্রায় মুন্ডারি ভাষা সংরক্ষণে মতবিনিময় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, মে ২৩, ২০২৫
বিলুপ্তপ্রায় মুন্ডারি ভাষা সংরক্ষণে মতবিনিময় সভা

খুলনা: খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মুন্ডা সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। মুন্ডাদের নিজস্ব ভাষা ‘মুন্ডারি’।

কিন্তু এর কোনো লিখিত রূপ নেই, কালের বিবর্তনে হারিয়ে গেছে বর্ণমালা। শুধু মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও আজ বিলুপ্তির পথে।

শুক্রবার (২৩ মে) বিকেলে ২নং কয়রা নলপাড়া মুন্ডা কমিউনিটিতে খুলনা অঞ্চলের কয়রা উপজেলায় বিপন্ন ভাষা সংরক্ষণের উদ্দেশে মুন্ডা জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয় এ মতবিনিময় সভার আয়োজন করে।

মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকার কমিশনার (তদন্ত)  মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।  

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন অধ্যাপক মো. সামিউল হক,  মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন,অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।  

আন্তর্জাতিক  মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক খিলফাত জাহান যুবাইরার পরিচালনায় এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক  মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারী পরিচালক খুজিস্তা আক্তার বানু,  কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী ফোমারের খুলনা জেলা আহ্বায়ক বলাই কৃঞ্চ মুন্ডা, সাধনা মুন্ডা, কবিতা মুন্ডা, শায়ন্তী মুন্ডা ও সুব্রত মুন্ডা।  

মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী মু্ডা ও  মাহাতো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুন্ডা জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণে পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি, যাতে তাদের ভবিষাৎ প্রজন্ম ভাষা ও সাংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।