ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে মেরামত হচ্ছে ১৪০ কোচ 

মো. আমিরুজ্জামান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, মে ২৪, ২০২৫
ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে মেরামত হচ্ছে ১৪০ কোচ 

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলকারখানায় ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কোচ মেরামত প্রায় শেষ পর্যায়ে।  ইতোমধ্যে ১০০টি কোচ রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বাকি ৪০টি কোচ মেরামত শেষ করে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।  

এসব কোচ দিয়ে ঈদ স্পেশাল ও আন্তঃনগর ট্রেন চলবে বলে সূত্র জানিয়েছে।
   
সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৩ হাজার ২২০ জন মঞ্জুরি জনবল থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৮৫৪ জন শ্রমিক-কর্মচারী। নতুন নিয়োগ বন্ধ থাকায় মাত্র ২৫ ভাগ জনবল নিয়ে উৎপাদনে রয়েছে কারখানাটি। আসন্ন ঈদুল আজহায় যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত কোচ মেরামত করার কর্মযজ্ঞ চলছে।

কারখানার ক্যারেজ শপের ইনচার্জ প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে কারখানার ডিএস সাহেবের তত্ত্বাবধানে জনবল সংকটের মুখে মাত্র ২৫ ভাগ জনবল দিয়ে মোট ১৪০টি কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ১০০টি কোচ পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কোচগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

একই সূত্র জানায়, ঈদের লক্ষ্যমাত্রার বাইরে গত ৫০ কার্যদিবসে নিয়মিত কাজের অংশ হিসেবে আরও ৪০টি কোচ মেরামত করা হয় সৈয়দপুর রেলওয়ে কারখানায়। কাজেই রেল পরিসেবায় এবার কোচ সঙ্কটের কোনো আশঙ্কা নেই। অন্যান্যবারের চেয়ে এবার অধিকসংখ্যক যাত্রী রেলপরিবহনে সুযোগ পাবেন।  

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ জানান, শত প্রতিকূলতার মাঝেও আমরা ঈদের জন্য সেবা নিশ্চিত করছি এটি বড় ব্যাপার।  

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ১০০টি কোচ মেরামত শেষ করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করেছি।  বাকি কোচগুলো খুব দ্রুত হস্তান্তর করা সম্ভব হবে। তিনি এসব কাজে সহযোগিতা করার জন্য রেলের শ্রমিক-কর্মচারীদের কৃতজ্ঞতা জানান।  
 
তিনি আরও বলেন, নিয়মিত কাজের সিডিউলের সঙ্গে মেরামত করা হচ্ছে এসব কোচ। বাড়তি এসব কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে দুটি ঈদ স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি প্রতিটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বাড়তি কোচ সংযোজন করা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।