ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঘোড়াঘাটে যুবলীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, মে ২৫, ২০২৫
ঘোড়াঘাটে যুবলীগ নেতা কারাগারে

দিনাজপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাসুদ রানা (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) বিকেলে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের বেলোয়া ফুটানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মাসুদ রানা ৩ নম্বর সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা গেছে, গত ৪ আগস্ট পৌর শহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।