ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মায়ের কবরের পাশে চির‌নিদ্রায় শা‌য়িত তান‌জিদা পাপ‌ড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জুন ১৬, ২০২৫
মায়ের কবরের পাশে চির‌নিদ্রায় শা‌য়িত তান‌জিদা পাপ‌ড়ি

বরিশাল: মায়ের কবরের পাশে চির‌নিদ্রায় শা‌য়িত হলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি।

সোমবার (১৬ জুন) বাদ এশা বিএম কলেজ জামে মস‌জিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নগরের মুস‌লিম কবরস্থানে মা তাহ‌মিনা ইউনুসের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেলে তার মরদেহ সড়ক পথে ঢাকা থেকে ব‌রিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কা‌শিপুরস্থ ইছাকাঠী এলাকার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়।

পরে বাদ মাগ‌রিব ইছাকা‌ঠির সৈয়দ হাতেম আলী জামে মস‌জিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনু‌ষ্ঠিত হয়।

এর আগে সোমবার (১৬ জুন) সকাল ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তানজিদা পাপড়ি। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তানজিদা পাপড়ির স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কিডনিরোগের জটিলতায় ভুগছিলেন তানজিদা পাপড়ি। তবে ঈদের পর কয়েকদিন আগে স্ট্রোক করেন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ জুন থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।  

তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদরের ইছাকাঠি এলাকায়। তার বাবা সরকা‌রি ব্রজমোহন কলেজের সাবেক শিক্ষক অধ‌্যাপক ইউনুস আলী মিয়া। পাপড়ি ঢাকায় স্বামী সৈয়দ সাইফুল ইসলামের সঙ্গে বসবাস করতেন। বাংলানিউজের দীর্ঘসময়ের কর্মী ছিলেন তিনি।

তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও বাংলানিউজ পরিবার।

আরও পড়ুন>>

>>> বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।