নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ইব্রাহিম নামে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) রাতে ইব্রাহিম সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান।
ঘটনাটি ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ঘটেছে। তবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত ইব্রাহিম জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
বিজিবির নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম জানান, তারা সকাল থেকে ঘটনাটি লোকমুখে শুনছেন। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এসআরএস