সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জীবন (২০) ও মেঘাই গ্রামের মৃত মোকতাল হোসেনের ছেলে সোহেল রানা (৩৮)। এর মধ্যে জীবন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থী ছিলেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জীবন মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এসআরএস