ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুলাই ৬, ২০২৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে আহত ৮ দুর্ঘটনাকবলিত বাস

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন।  

রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে শিবচরের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের যাত্রীবাহী একটি বাস। শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এসে বাসটি ইতালী এক্সপ্রেস নামে যাত্রীবাহী অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন।  

খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপারে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। ’

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।