হবিগঞ্জের বাহুবলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তার ধারে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত চালকের নাম আবুল কাশেম (২৮)। তিনি বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কাশেম। রাতে আর ফিরে আসেননি। সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিতে গিয়ে চালককে হত্যা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরএ