ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

সারাদেশ

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, জুলাই ৯, ২০২৫
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

দিনাজপুর: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিস্টার ওয়াং জিয়াং গো (৫৬) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে খনির ১৩০৫ নম্বর ফেইস থেকে যন্ত্রাংশ সরানোর পর নতুন ফেইসে নেওয়ার সময় হাইড্রোলিক দুর্ঘটনার শিকার হন ওই চীনা শ্রমিক।

 

এসময় তিনি মাইনিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় খনির ভূগর্ভে ১৩০৫ নম্বর ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বের করার সময় মিস্টার ওয়াং স্টিল রোপের সঙ্গে আটকে যান। মিস্টার ওয়াংকে স্টিল রোপ থেকে মুক্ত করতে অন্য একজন চাইনিজ শ্রমিক স্টিল রোপ টান দিলে ওয়াং সাপোর্টের সঙ্গে আটকে গিয়ে গুরুতর আহত হন এবং নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠালে চিকিৎসক তাকে ঘোষণা করেন।  

চাইনিজ কন্সোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।