নারায়ণগঞ্জ: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার হবে।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, গত পনেরো বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে। মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে।
তিনি আরও বলেন, এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগস্টের আগে অভিযোগপত্র দেওয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা অভিযোগপত্র দিতে পারবেন।
অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন।
আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
এমআরপি/জেএইচ