ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, জুলাই ১৫, ২০২৫
পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

মাগুরা: সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভায়না মোড়ে বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে নানা স্লোগান দেন।

এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরাঙ্গী মোড়ে যেয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিএনপির সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। যাতে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার নিয়ে লড়াই করেছিল। সেই ভোটের অধিকার যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেই ষড়যন্ত্রে মেতেছে কিছু রাজনৈতিক দল।

সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য নাজমুল হাসান লিটন এবং আব্দুর রহিম।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ