ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগের হামলা, মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জে আ.লীগের হামলা, মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত স্বাধীনতা অঙ্গনের মঞ্চে উপস্থিত হয়ে স্থানীয় এনসিপির নেতারা সমাবেশ স্থগিতের ঘোষণা দেন

মাদারীপুর: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

এর জেরে মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত করা হয়েছে।

 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে উপস্থিত হয়ে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা সমাবেশ স্থগিতের ঘোষণা দেন।  

জানা গেছে, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন এনসিপি নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ। এ ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান স্থানীয় নেতারা।

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকের আসার কথা ছিল। গোপালগঞ্জে হামলার পর তারা খুলনায় ফিরে গেছেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজ এ মাদারীপুরের মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়েছে। আগামীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন উপজেলাসহ নানা স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা বুধবার দুপুরের মধ্যেই মাদারীপুর সমাবেশ স্থলে এসে হাজির হন। সন্ধ্যায় সমাবেশ স্থগিতের ঘোষণা দিলে বাড়ি ফিরে যান তারা।

এসআই

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।