ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে উপহাস, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, জুলাই ১৭, ২০২৫
গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে উপহাস, দিনাজপুরের এএসপি প্রত্যাহার পুলিশ সুপার কার্যালয়ের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রল করায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রজনতা।  

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এএসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।

 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এএসপি (ট্রাফিক) মোশফেকুর রহমান তার ফেসবুককে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, 'ট্যাংকের এসি অনেক আরামদায়ক শুনেছি'।  

এমন স্ট্যাটাসের পর তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে রাত ৮টা থেকে পুলিশ সুপার কার্যালয়ের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র-জনতা। রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অবস্থান চলমান।

এএসপি মোশফেকুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনরতরা।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।