ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পুরুরা খালের পানিতে পাটের আঁশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন শ্রমিকরা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি এই এলাকার কারও না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসআরএস