ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, স্ত্রীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, আগস্ট ১, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, স্ত্রীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সোহাগ ও মুক্তা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা যুবলীগ ও যুবমহিলা লীগের সক্রিয় সদস্য।

 

শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।  

গ্রেপ্তার করা দুজন হলেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও তার স্ত্রী যুবমহিলা লীগের নেত্রী শিরিনা আক্তার মুক্তা (৩৭)।

জানা যায়, মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সামনের সারিতে থেকে হামলা করেন শরিফুল ইসলাম সোহাগ ও তার স্ত্রী মুক্তা। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই তারা দুজন পলাতক ছিলেন। পরে এ হামলার ঘটনায় একটি মামলা হয়। এ মামলার ৫২ নম্বর আসামি হিসেবে শরিফুল ইসলাম সোহাগের এবং ৫৩ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে মুক্তার।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।