ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৪৯ হাজার কিউসেক পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, আগস্ট ৬, ২০২৫
কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৪৯ হাজার কিউসেক পানি রাঙামাটি কাপ্তাই বাঁধ জলকপাট

টানা বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে মুহূর্তের মধ্যে পানির চাপ বাড়ছে।

উজান এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধের ঝুঁকি এড়াতে বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে  ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

এতথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করছে। যে কারণে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৭৬ ফুট মিনস সি লেভেল। তবে ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।  

এর আগে সোমবার (০৪ আগস্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিটে জরুরি ভিত্তিতে ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি এবং ৫ আগস্ট  দিনগত রাত ১১টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।

তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

পানি বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।