ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, আগস্ট ৮, ২০২৫
এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু আহসান জাবুর

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সিলেট জেলা যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবু আহসান জাবুর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এনসিপি সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়ক বরাবর আবু আহসান জাবুর পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

আবু আহসান জাবুর নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি সংগঠনের কার্যক্রমে সময় দিতে পারছেন না। যে কারণে তিনি পদত্যাগ করেছেন।

এনইউ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।