মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের নিয়ে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, কিছুদিন আগেও একজন ইয়াং অ্যাডভোকেটকে মারা হলো পৌরসভার সামনে। কারো সঙ্গে কারো ঝামেলা থাকতেই পারে কিন্তু কাউকে নৃশংসভাবে মেরে ফেলাতো কারো কাম্য নয়।
তিনি বলেন, এসব তো আমাদের মৌলভীবাজারে আগে কখনো দেখিনি। এখন জানি না কেন এগুলো হচ্ছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার তো মনে হয় না এরা মৌলভীবাজারের মানুষ। বাইরের হতে পারে। কয়েকমাস আগে এক অ্যাডভোকেটকে মেরেছিল এরা টোকাই ছিল।
শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে বর্ষিজোড়া মাইজপাড়া দাখিল মাদরাসা মাঠে শহরের রুবেল হার্ডওয়্যার ও সদাইপাতি এর স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান রুবেলের জানাজার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এগুলোর ব্যাপারে সবার সচেতন হওয়া দরকার। যারা পৌরসভার বাসিন্দারা আছেন, গুন্ডাদের ধরিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আপনার সামনে যদি এখন কাউকে পিটিয়ে মারে আর আপনি বসে বসে ভিডিও করেন তাহলে আপনিও তো মানুষ না। ব্যবসায়ী এ ভদ্রলোক নিশ্চই ভালো মানুষ ছিলেন। আমি আশা করবো, শিগগিরই হত্যাকারীদের আটক করা সম্ভব হবে। এ ধরনের হত্যাকারীদের খুব শিগগিরই আটক করা দরকার এবং এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো।
নিহত ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেলের ছেলে সোহান বলেন, এ রাষ্ট্রের কাছে,আমাদের আস্থা আছে, আশা করি আমরা ন্যায় বিচার পাবো।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর শাহ ফয়জুর রহমান রুবেল নিজ দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাকে হত্যা করে। ব্যবসায়ী রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
বিবিবি/আরআইএস