ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

চরভদ্রাসনে পদ্মার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং, এলাকায় স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, আগস্ট ২০, ২০২৫
চরভদ্রাসনে পদ্মার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং, এলাকায় স্বস্তি পদ্মার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।  

গত কয়েকদিন পদ্মা নদীর পানি বাড়া ও তীব্র স্রোতের কারণে উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামে পাকা সড়কে ধস নামে এবং একই ইউনিয়নের টিলারচর গ্রামে দেখা দেয় নদী ভাঙন।

খবর পেয়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এবং ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধবার (১৯ আগস্ট) ভাঙন প্রতিরোধে আপদকালীন প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় ডাম্পিং কাজ শুরু করে পাউবো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের তীব্র স্রোতে ধসে পড়া হাজীডাঙ্গী সড়কের অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে।  

ভাঙন ঠেকাতে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে নদীপাড়ের বাসিন্দা সুফিয়া বেগম (৬৭) ও নুরজাহান (৫২) বলেন, গত কয়েক রাত নদী ভাঙনের ভয়ে ঘুমাতে পারিনি। জিও ব্যাগ ফেলার কারণে এখন সেই ভয়টা কেটে গেছে।

ভাঙন প্রতিরোধে ডাম্পিং কার্যক্রম সম্পর্কে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, হাজীডাঙ্গী গ্রামের ধসে যাওয়া পাকা সড়কে আপদকালীন ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। প্রথম পর্যায়ে ওই এলাকার ৪৫ মিটার জায়গায় জিও ব্যাগ ফেলা হবে। তবে টিলারচর গ্রামের অংশ পানির নিচে থাকায় সেখানে আপাতত কাজ করা সম্ভব নয়। পানি কমে নদীর পাড় ভেসে উঠলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্ট মিলে ৩ দশমিক ১৫ কিলোমিটার জায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।