ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

সারাদেশ

যশোরে আরো ৫ পিস সোনার বারসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ২১, ২০২৫
যশোরে আরো ৫ পিস সোনার বারসহ একজন আটক

যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ক্যাম্পের সদস্যরা আবারো পাঁচ পিস সোনার বারসহ একজনকে আটক করেছেন। এ নিয়ে বিজিবি চার দিনে তিনটি অভিযানে যশোর থেকে মোট ১৫ পিস সোনার বার উদ্ধার এবং চারজন কারবারিকে আটক করলো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মুড়লি মোড় থেকে রুবেল নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লোকানো পাঁচ পিস সোনার বার উদ্ধার করা হয়।  

আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। উদ্ধার সোনার মূল্য ৮৬ লাখ ছয় হাজার ৫২০ টাকা। এছাড়া, তার কাছ থেকে নগদ তিন হাজার নয়শ’ ৯৫ টাকা উদ্ধার করা হয়।  

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুবেল ঢাকার ধোলাইপাড় থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মুড়লি এলাকায় অভিযান পরিচালনা করে।  

সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রুবেলকে জিজ্ঞাসাবাদ করেন বিজিবি সদস্যরা। তিনি অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলায় তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড থেকে আফছার আলী নামে একজনকে ৫ পিস সোনার বারসহ আটক করে বিজিবি।  

সোমবার (১৮ আগস্ট) সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচ পিস সোনার বারসহ দুইজনকে আটক করেছিল বিজিবি।  

সব মিলিয়ে গত চারদিনে তিনটি পৃথক অভিযানে বিজিবি তিন কোটি ৫ লাখ ৮৫ হাজার ৫শ’ ৭৬ টাকার সোনার বার উদ্ধার করেছে। আটক করা হয়েছে চার কারবারিকে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।