ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নড়াইলে স্কুলছাত্র হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, আগস্ট ২৫, ২০২৫
নড়াইলে স্কুলছাত্র হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নড়াইল: নড়াইলের কালিয়ার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আল মামুন হত্যাকান্ডের প্রতিবাদে সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনেরা মানববন্ধন করেছেন।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় যোগানিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পরিবারের সদস্য ও সহপাঠীরা দাবি করেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় হত্যা মামলা হলেও ১৩ দিনের মধ্যে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্লা, বড়বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, মামা আমানত ইসলাম পারভেজ, শিক্ষক শামীম আহমেদ ভূইয়া, খাইরুল ইসলাম, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম এবং মিনহাজুল ইসলাম।  

নিহত আল-মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, গত ২২ জুলাই বিকেলে নড়াগাতি থানার যোগানিয়া বাজারে প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায় মামুন। সেখানে একই এলাকার নলিন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তার। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ চুলকাটার কেঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। তার চিৎকার শুনে চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায় শিমুল।

পরবর্তীতে আহত আল মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলো প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন গত ৮ আগস্ট ভোরে মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা ১২ আগস্ট ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠী এবং পরিবারের লোকজন। তাদের দাবি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এজাহার নামীয় আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।