ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নুরের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, আগস্ট ৩০, ২০২৫
নুরের ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা নির্বাচন বানচলের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  

শনিবার (৩০ আগস্ট) দিনভর ফটিকছড়ি পৌরসভার জাফতনগরের তকিরহাট বাজারে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা তৃণমূল নেতাকর্মীদের ভাবিয়ে তুলেছে।  

সরওয়ার আলমগীর বলেন, কয়েকদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। এর পরই এমন ঘটনা। এতে প্রতিমায়ান হয়, নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা নির্বাচনের আগে একের পর ঘটনা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই দেশবাসীসহ প্রতিটি বিএনপি নেতাকর্মীকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মহিন উদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মনসুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন প্রমুখ।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।