ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনার ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, আগস্ট ৩১, ২০২৫
খুলনার ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

খুলনা: খুলনার ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে গনেশ মণ্ডলের (৫৫) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে কোটি টাকার দেনার বোঝা নিয়ে প্রধান শিক্ষক আত্মহত্যা করেন।

জানা যায়, ভিনদেশি প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন গনেশ মন্ডল। তিনি দুই ছেলে-মেয়ের পিতা ছিলেন। গত দুই বছর বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের কাছে কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন গনেশ মন্ডল। এর সাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে।

গনেশ মণ্ডলের স্ত্রী ছন্দা মন্ডল বলেন, শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে যায়। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্য ঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, রোববার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রধান শিক্ষক গণেশ মণ্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।