নড়াইল: নড়াইলের কালিয়ায় ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে ডোবা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রথমে তারা আশংকা করেছিলেন এটি কোনো পশুর মরদেহ। পরে কচুড়িপনার ভেতরে অর্ধগলিত কিশোরীর মরদেহ দেখে তারা থানায় খবর দেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তা ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ শনাক্তকরণের জন্য পাঠানো হবে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এটি একটি কিশোরীর মরদেহ, যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
‘আমরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছি এবং মৃতদেহের পরিচয় নির্ধারণের পাশাপাশি হত্যার কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি’-বলেন ওসি।
এসএইচ