ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যাত্রী হেনস্থার অভিযোগে রেল পুলিশের ৪ সদস্যের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, সেপ্টেম্বর ৪, ২০২৫
যাত্রী হেনস্থার অভিযোগে রেল পুলিশের ৪ সদস্যের নামে মামলা যাত্রী হেনস্থা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেনের এক যাত্রীকে হেনস্থার অভিযোগে রেলওয়ে পুলিশের চার সদস্যসহ সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সমন, নোটিশ, রায়/ডিক্রি যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রসেস সার্ভার মশিউর রহমান জুয়েল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি করেন।

দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর করার জন্য শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, টিএসআই শাহজালাল, কনস্টেবল রবি দাস, শায়েস্তাগঞ্জ শহরের রাজু মিয়া, শাহ আলম ও পলাশ মিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী এমএ মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি মামলার বিবরণে জানান, গত ১৯ আগস্ট রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসেন। ওইদিন রাত ১টার দিকে উপবন এক্সপ্রেস ট্রেন জংশনে আসার কথা থাকলেও দেরি হয়। এ সময় তিনি ২ নম্বর প্ল্যাটফর্মে হাঁটছিলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হেনস্থা করে এবং তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

চিৎকার করলে রেলওয়ে পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে মারধর করে এবং গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায়। ঘটনাটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।