ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, সেপ্টেম্বর ৯, ২০২৫
মাগুরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) শহরের নোমানী ময়দান থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের চৌরাঙ্গী হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, বিএনপি নেতা অখতার হোসেন, মনোয়ার হোসেন খান এবং ফারহানা আক্তার বিউটি।

র‌্যালি শেষে নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আটদিন পর মহিলা দল গঠন করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারী-পুরুষ সকলের সমানাধিকার রয়েছে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।