ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ: কাইয়ুম চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, সেপ্টেম্বর ১২, ২০২৫
নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ: কাইয়ুম চৌধুরী কাইয়ুম চৌধুরী

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। নতুন বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করা এবং শিক্ষাজীবন শেষে তরুণীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করা হবে।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মুমিনছড়ায় ‘নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে যথাযথ পদক্ষেপে বিএনপির অঙ্গীকার’ শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের মা বা গৃহিণীর নামে দেওয়া হবে। কোনো দলীয় প্রভাব খাটিয়ে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না।

নারীর জন-প্রতিনিধিত্ব বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা, কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা, ক্রীড়া-সংস্কৃতির বিকাশে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমীন। বিএনপি নেতা সাহিন আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এনায়েত হোসেন রুয়েল, মাহবুব আলম, ছাদিকুর রহমান টিপু, রেজাউর রহমান চৌধুরী রাজু, শাহীন আলম জয়, ফখরুল ইসলাম পাপলু, দিনার আহমদ শাহ, মেহেদী হাসান রাফি, মুমিনছড়া চা বাগানের প্রধান ব্যবস্থাপক জাকির হোসেন আওলাদার প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন- অমল গোয়ালা, হনুফা বেগম, ছারফুল বেগম, মণি পাইনকা, মইজুন বেগম, প্রদীপ কর্মকার ও জালাল মিয়া প্রমুখ।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।