ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিমের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, সেপ্টেম্বর ১৩, ২০২৫
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিমের মতবিনিময় সভা

মাদারীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিমের (অব.) এর আগমন উপলক্ষে সমিতির হাট এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সমিতির হাট বাজারে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেজাউল করিম বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে আছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে। এ সময় স্থানীয় নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ