ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, সেপ্টেম্বর ১৩, ২০২৫
বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১১) মৃত্যু হয়েছে।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথে ট্রেনটি ঘটনাস্থলে এলে ওই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

হাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, লাশটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমূল মেয়ে। তার সঙ্গে থাকা ব্যাগে ২০ টাকা রয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।