ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দীর্ঘ ৯ বছর পর শিবচর বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
দীর্ঘ ৯ বছর পর শিবচর বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে দীর্ঘ নয় বছর পর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন বিএনপির জেলা নেতারা।

নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার) এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সোহেল রানা।

এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু।

কমিটির অন্য সদস্যরা হলেন—নুর উদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর (শহীদ চেয়ারম্যান), মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা খা), মোহাম্মদ ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও হান্নান মিয়া।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বান অ্যাডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসানসহ অন্যান্য নেতারা।

নবনির্বাচিত কমিটির সদস্য সচিব সোহেল রানা বলেন, আমরা বিএনপিকে আরও গতিশীল করার জন্য কাজ করব। এবং তিনি বিএনপির সব নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেছেন। '

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন শিবচরে সাংগঠনিক কাঠামো না থাকায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নতুন নেতৃত্ব ঘোষণার ফলে তৃণমূলে বিএনপির কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।