অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বরিশালের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভের বাবা মো. হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে বরিশাল শহরের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২টার পর তার শ্বাসকষ্ট শুরু হয়, এর ঘণ্টা দুয়েকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাবিবুর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পরিবার জানিয়েছে, বরিশালের পারিবারিক কবরস্থানে নামাজে জানাজার পর তার দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশালের রাজনীতিবিদ, বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এএটি