ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, অক্টোবর ১, ২০২৫
খুলনায় ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা

খুলনা: খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করে তানভির হাসান শুভ (২৮) নামের এক যুবককে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে গুলি করা হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।

বুধবার (১ অক্টোবর) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বাংলানিউজকে বলেন, ১ তল বিল্ডিংয়ের থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়েছে। শুভ এখন কিছু করে না। আগে ঢাকায়েএকটি কোম্পানিতে চাকরি করতো। তার কোন রাজনৈতিক পরিচয় নেই।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভির হাসান শুভ নিজ বাসায় দরজা জানালা বন্ধ করে রুমের মধ্যে তার মা ও ছোট ভাই সহ একই রুমের মধ্যে ঘুমিয়ে ছিল। থাই গ্লাসের জানালা খুলে জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় ২‌টি ও বাম হা‌তে ১‌টি গু‌লি লা‌গে । দ্রুত তার আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । চি‌কিৎসাধীন অবস্হায় সকালে তিনি মারা যান। শুভ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিল।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।