ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, অক্টোবর ৬, ২০২৫
কুমিল্লায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি, যুবক গ্রেপ্তার গ্রেপ্তার রাসেল

কুমিল্লায় রাসেল নামে এক যুবক প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। পরে স্থানীয়রা তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল দক্ষিণ রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি যুবদল কর্মী পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের কয়েকজনের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ রামপুর গ্রামের যুবক রাসেলের বাগবিতণ্ডা হয়। তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে পিস্তলসহ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, পিস্তলসহ গ্রেপ্তার রাসেলের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার নামে আগেও দুটি মামলা রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।