সাতক্ষীরা: মেহেরপুরের অনলাইন জুয়ার সম্রাট মো. মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) কে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার খড়িবিলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি সম্মিলিত টিম।
গ্রেপ্তার মুরশিদ আলম লিপু মেহেরপুরের মুজিবনগর থানার জিনারুল ইসলামের ছেলে এবং মুছাঈদ আলম একই জেলার মাছুদুল আলমের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তরকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করছিল। তারা নিয়মিত অবস্থান পরিবর্তন করতো এবং যেখানে নিরাপদ মনে করতো, সেখানেই কার্যক্রম চালাতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের মাধ্যমে দেশের নানা শ্রেণী-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং তারা অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত।
এমআরএম