সিরাজগঞ্জের সালেহা পাগলী নামে সেই ‘ভিখারি’র ঘরে আরও এক বস্তা টাকা পাওয়া গেছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেট এলাকায় শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে স্থানীয়রা ওই টাকার বস্তাটি উদ্ধার করেন।
সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী। তিনি এলাকায় সালেহা পাগলী নামে পরিচিত।
সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু জানান, শনিবার সকালে ভিখারি সালেহা পাগলীর পরিত্যক্ত ঘরের বারান্দার নিচ থেকে আরও একটি টাকার বস্তা দেখা যায়। গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে একই স্থানে দুই বস্তা টাকার সন্ধান পান স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় পাঁচ ঘণ্টা ধরে টাকা গুনে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা গণনা করেন। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়ার জন্য স্থানীয় এক মুরুব্বির জিম্মায় রাখা হয়।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক হোসেন জানান, সালেহার মা-বাবা দুজনেই ভিক্ষা করতেন। তিনিও ছোটবেলা থেকেই ভিক্ষা করেন। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে ওই টাকা জমিয়েছেন তিনি।
সালেহার মেয়ে স্বপ্না খাতুন বলেন, তার মা সালেহা কিছুটা পাগলাটে স্বভাবের ছিলেন। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পেতেন, সেগুলো পোটলা করে রাখতেন; কিন্তু কাউকে কিছু বলতেন না। কারও কথা ভালোভাবে শুনতেনও না। সারাদিন এখানে-সেখানে ঘুরে রাতে মিলগেটের বারান্দায় ঘুমাতেন।
** ‘ভিখারি’র ঘরে বস্তায় মিলল সোয়া লাখ টাকা
এসআরএস